Sunday, November 9, 2025

প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক!

Date:

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন (West Bengal State Election Commission)। প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central force) চাওয়া হয়। এরপরই প্রথম দফায় আজ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়নে কিছু বিক্ষিপ্ত অশান্তিকে কেন্দ্র করে খাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলে ভিত্তিহীন অভিযোগ করে রাজ্যকে কলুষিত করতে চাইছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন আইনের নিয়ম মেনেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে যেন নিজেই পঞ্চায়েত ভোট পরিচালনা করতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তারপর একাধিক দফায় ভোট করানোর দাবি তুলে প্রতি মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী, বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাংলার মানুষের আস্থা বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের উপর আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version