Saturday, May 3, 2025

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন (West Bengal State Election Commission)। প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central force) চাওয়া হয়। এরপরই প্রথম দফায় আজ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়নে কিছু বিক্ষিপ্ত অশান্তিকে কেন্দ্র করে খাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলে ভিত্তিহীন অভিযোগ করে রাজ্যকে কলুষিত করতে চাইছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন আইনের নিয়ম মেনেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে যেন নিজেই পঞ্চায়েত ভোট পরিচালনা করতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তারপর একাধিক দফায় ভোট করানোর দাবি তুলে প্রতি মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী, বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাংলার মানুষের আস্থা বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের উপর আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version