Sunday, May 4, 2025

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন (West Bengal State Election Commission)। প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central force) চাওয়া হয়। এরপরই প্রথম দফায় আজ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়নে কিছু বিক্ষিপ্ত অশান্তিকে কেন্দ্র করে খাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলে ভিত্তিহীন অভিযোগ করে রাজ্যকে কলুষিত করতে চাইছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন আইনের নিয়ম মেনেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে যেন নিজেই পঞ্চায়েত ভোট পরিচালনা করতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তারপর একাধিক দফায় ভোট করানোর দাবি তুলে প্রতি মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী, বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাংলার মানুষের আস্থা বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের উপর আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version