নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের জেলের ভিতরের গতিবিধির সিসিটিভি ফুটেজ সিবিআইকে সংগ্রহ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলে কী করেন? তাঁর গতিবিধি কেমন থাকে সেখানে? সেইসব তথ্য জানানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।আজ, শুক্রবার সিবিআই কলকাতা হাইকোর্টে জানাল, জেলের ভিতর থেকে সমস্ত ফুটেজ সংগ্রহ করা শেষ হয়েছে।
এদিকে কুন্তল ঘোষ যে চিঠি লিখেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ তলব করেছিলেন। সেই ফুটেজ আদালতের রেজিস্ট্রারের কাছে জমা ছিল।
এবার সিসিটিভি ফুটেজ সিবিআই পরীক্ষা করলেই বোঝা যাবে চিঠি কুন্তল লিখেছেন নাকি অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। তারপর বাকি কথা হবে কলকাতা হাইকোর্টে। এখন দেখার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন তথ্য পায় সিবিআই।
জেলের ভিতরের সমস্ত ফুটেজ সংগ্রহ করা হয়েছে, কুন্তল মামলায় হাইকোর্টে জানাল সিবিআই
Date:
Share post:
