Friday, November 14, 2025

রাজ্যে বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস পরিষেবা চালুর উদ্যোগ পরিবহন দফতরের

Date:

রাজ্য সরকার বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস (Bus) পরিষেবা চালুর উদ্যোগ নিল পরিবহন দফতর (Transport Department)। যাত্রীদের সমস্যার সমাধানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহন দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালানোর ক্ষেত্রে শুধু কলকাতা নয়, জেলাগুলিকেও বিশেষ নজরে রাখা হয়েছে।

এই ১২টি রুটের মধ্যে রয়েছে
• জাঙ্গিপাড়া-শ্রীরামপুর
• রাজবলহাট- ধর্মতলা ভায়া সীতাপুর
• ডোমজুড় থেকে কলকাতা স্টেশন ভায়া সলপ
• মুন্সিরহাট থেকে হাওড়া ভায়া বাঁকড়া
• বাঁকুড়া থেকে মালদহ
• পুরুলিয়া থেকে কৃষ্ণনগর
• দুর্গাপুর থেকে কৃষ্ণনগর
• দিঘা থেকে খাতড়া হয়ে খড়গপুর
• বাঁকুড়া থেকে মেদিনীপুর হয়ে লালগড়
• ক্ষীরগ্রাম থেকে মেমারি হয়ে কলকাতা
• দিঘা থেকে খড়গপুর হয়ে খাতড়া
• দুর্গাপুর থেকে বোলপুর

প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এই উদ্যোগ। পাশাপাশি প্রান্তিক এলাকাগুলিতেও যাতে সরকারি বাস চালানো যায় সেই বিষয়টি এই পদক্ষেপের মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নিয়েছিল রাজ্য পরিবহণ দফতর এবং বিধাননগর পুলিশ। রাতের বেলা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেন অ্যাপ ক্যাব চালকরা। ফলে এই রুটগুলিতে গন্তব্যে পৌঁছতে রাতের বেলা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ফলে মাঝরাত পর্যন্ত এই রুটে বাস চালানোর জন্য পরিবহন দফতরের থেকে অনুমতি চাওয়া হয় এবং তাতে সম্মতিও মেলে। তাছাড়া এয়ারপোর্ট থেকে গত এক বছরে এসি বাসের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই তাতে যাত্রীর সংখ্যাও বেড়েছে। তাই রাতের দিকে বাস চালালে যাত্রী মিলবে না একথা জোর দিয়ে বলার জায়গা এখন আর নেই। এখন থেকে তাই রাত ১০টার পর এক ঘণ্টার ব্যবধানে এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে বাস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে হাওড়া এবং দক্ষিণের যাত্রীরা অনেকটাই উপকৃতও হচ্ছেন।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version