Friday, November 28, 2025

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়.রানি, আগামী সোমবার মলয় ঘটককে ফের তলব ই.ডির!

Date:

Share post:

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আর কয়েকদিন বাকি। স্বাভাবিকভাবেই তৃণমূলের (TMC) নেতা থেকে কর্মী এবং মন্ত্রীরা ব্যস্ত রয়েছেন নির্বাচনের কাজে। ঠিক এই মুহূর্তে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghotok) দিল্লিতে তলব ইডির (ED)। মলয় ঘটক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) আগেই অনুরোধ করেছিলেন তাঁকে যাতে পঞ্চায়েতের পর তলব করা হয়। কিন্তু সেই সময়টুকু তাঁকে দেওয়া হল না। রাজনৈতিক ময়দানে তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পেরে এভাবেই কেন্দ্রীয় এজেন্সিতে কাজে লাগিয়ে তৃণমূল নেতৃত্বকে হেনস্থা করার উদ্দেশ্য নিয়েই বিজেপির অঙ্গুলি হেলনে ইডি এই কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আগামী ২৬ জুন মন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচার সংক্রান্ত মামলায় ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। ২৯ জুন ওই একই ইস্যুতে তলব করা হয়েছে অনুপ মাঝিকে। গত ১৯ জুন, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইনমন্ত্রীকে দিল্লির ইডি দফতরে হাজির হতে বলা বলে। এর আগে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় কোর্ট। সামনেই নির্বাচন তাই পঞ্চায়েত ভোটের জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। সেই দায়িত্ব পালনের জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তিনি। এর মাঝেই তাঁকে তলব করায় তিনি কেন্দ্রীয় এজেন্সিকে অনুরোধ করেন কিছুটা সময় দেওয়ার জন্য যাতে তিনি পঞ্চায়েতের কাজ শেষ করে উপস্থিত হতে পারেন। এর আগেও তিনি বারবার তদন্তকারী অফিসারদের সঙ্গে সহযোগিতা করেছেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার যে তৃণমূলের ভয়ে কতটা কোণঠাসা সেটা কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) অতিসক্রিয়তাতেই পরিষ্কার। শুধুমাত্র হেনস্থা করার উদ্দেশ্য নিয়ে বারবার তৃণমূলের নেতা-মন্ত্রীদের এভাবে তলব করা হচ্ছে, এমনটাই মত বাংলার রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...