Saturday, November 15, 2025

রাজ্যে বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস পরিষেবা চালুর উদ্যোগ পরিবহন দফতরের

Date:

রাজ্য সরকার বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস (Bus) পরিষেবা চালুর উদ্যোগ নিল পরিবহন দফতর (Transport Department)। যাত্রীদের সমস্যার সমাধানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহন দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালানোর ক্ষেত্রে শুধু কলকাতা নয়, জেলাগুলিকেও বিশেষ নজরে রাখা হয়েছে।

এই ১২টি রুটের মধ্যে রয়েছে
• জাঙ্গিপাড়া-শ্রীরামপুর
• রাজবলহাট- ধর্মতলা ভায়া সীতাপুর
• ডোমজুড় থেকে কলকাতা স্টেশন ভায়া সলপ
• মুন্সিরহাট থেকে হাওড়া ভায়া বাঁকড়া
• বাঁকুড়া থেকে মালদহ
• পুরুলিয়া থেকে কৃষ্ণনগর
• দুর্গাপুর থেকে কৃষ্ণনগর
• দিঘা থেকে খাতড়া হয়ে খড়গপুর
• বাঁকুড়া থেকে মেদিনীপুর হয়ে লালগড়
• ক্ষীরগ্রাম থেকে মেমারি হয়ে কলকাতা
• দিঘা থেকে খড়গপুর হয়ে খাতড়া
• দুর্গাপুর থেকে বোলপুর

প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এই উদ্যোগ। পাশাপাশি প্রান্তিক এলাকাগুলিতেও যাতে সরকারি বাস চালানো যায় সেই বিষয়টি এই পদক্ষেপের মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নিয়েছিল রাজ্য পরিবহণ দফতর এবং বিধাননগর পুলিশ। রাতের বেলা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেন অ্যাপ ক্যাব চালকরা। ফলে এই রুটগুলিতে গন্তব্যে পৌঁছতে রাতের বেলা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ফলে মাঝরাত পর্যন্ত এই রুটে বাস চালানোর জন্য পরিবহন দফতরের থেকে অনুমতি চাওয়া হয় এবং তাতে সম্মতিও মেলে। তাছাড়া এয়ারপোর্ট থেকে গত এক বছরে এসি বাসের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই তাতে যাত্রীর সংখ্যাও বেড়েছে। তাই রাতের দিকে বাস চালালে যাত্রী মিলবে না একথা জোর দিয়ে বলার জায়গা এখন আর নেই। এখন থেকে তাই রাত ১০টার পর এক ঘণ্টার ব্যবধানে এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে বাস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে হাওড়া এবং দক্ষিণের যাত্রীরা অনেকটাই উপকৃতও হচ্ছেন।

 

 

Related articles

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...
Exit mobile version