Saturday, May 3, 2025

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র এবং তাঁর বাবা নেইমার ডি সিলভা স্যান্টোসের বিরুদ্ধে। নেইমারদের বিরুদ্ধে অভিযোগ, পরিবেশবিধি অমান্য করেই রিও ডি জেনেইরোতে একটি প্রাসাদ তৈরির কাজ করাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, প্রাসাদ তৈরির কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নেইমারের বাবাকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে নেইমার। পরিবেশবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি ২২ লাখ টাকা জরিমানা দিতে হতে পারে ব্রাজিলিও সুপারস্টারকে।

রিও ডি জেনেইরোর মেয়রের অফিসের তরফ থেকে এই নিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।

এই নিয়ে রিও ডি জেনেইরোর মেয়রের দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, “যে সব অনিয়ম পাওয়া গিয়েছে, সেগুলোর মূল্যায়ন করা হবে। পরিবেশের ক্ষতি করার জন্য মূল্যায়ন অনুযায়ী জরিমানা করা হবে। প্রাথমিক অনুমান, জরিমানার পরিমাণ ১০ লক্ষ ডলারের কম হবে না।”

মেয়রের দফতরের থেকে আসা এই অভিযোগ নিয়ে অবশ্য কোন মন্তব্য করা হয়নি নেইমারের পক্ষ থেকে।

আরও পড়ুন:সবুজ মেরুনে সই করে কী বললেন অনিরুধ?


 

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version