মুহুর্মুহু বজ্র.পাতে আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়!

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) দক্ষিণবঙ্গে বর্ষা (Rain in South Bengal) প্রবেশের অফিসিয়াল ঘোষণা আগেই করেছে। এবার এই উইকেন্ডে প্রবল বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা উত্তর ও দক্ষিণে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করল হাওয়া অফিস (Alipore Weather Department)।

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মেঘলা আকাশে ভ্যাপসা গরম সহ্য করতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। উত্তরে আজ থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক নদীর জল স্তর বিপদসীমার কাছাকাছি। আজ ও কাল আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও সেই একই ছবি। আজ জেলায় জেলায় বৃষ্টি হতে পারে তবে শনি এবং রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ।

 

Previous articleকেন্দ্রীয় বাহিনীর সংখ্যায় খুশি নয়, হালে পানি না পেয়ে ফের আদালতে শুভেন্দু  
Next articleরাষ্ট্রসঙ্ঘের সেনা আসলেও জিতবে তৃণমূল, হারের অজুহাত খুঁজে রাখতে বিরোধীদের পরামর্শ কুণালের