Monday, August 25, 2025

মোদি সাক্ষাতের পর গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরির ঘোষণা গুগল সিইও পিচাইয়ের

Date:

মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে হোয়াইট হাউসের(White House) নৈশভোজে অন্যান্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)। তার সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই সাক্ষাতের পরেই শুক্রবার বড় ঘোষণা করলেন গুগল সিইও। জানালেন, মোদির রাজ্য গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট গুগল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তার ভুল প্রশংসা করে সুন্দর পিচাই বলেন, “আমেরিকায় মোদির (PM Modi) সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে। যার পোশাকি নাম হবে GIFT সিটি। রাজধানী গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি তৈরি হবে।” এরপরই মোদির প্রশংসা করে পিচাই বলেন, “ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।” গুগলের পাশাপাশি আমাজনের ঘোষণা, পরবর্তী ৭ বছরের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। এর ফলে ভারতে তাদের মোট বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ২৬ বিলিয়ন ডলার।

হোয়াইট হাউসের নৈশ ভোজে গুগল সিইও সুন্দর পিছনের পাশাপাশি প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন, অ্যাপেল সিইও টিম কুক এবং রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গেও। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদিকে একটি লাল টি-শার্ট উপহার দেন, যার উপর লেখা ‘দ্য ফিউচার ইজ এআই’- আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version