জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ফের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সেনার চোখে ধুলো দিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা শুরু হয়। তা বুঝতে পেরে বাধা দেয় সেনার টহলদার বাহিনী। দু’পক্ষে শুরু হয়েছে তুমুল লড়াই ।ঘটনায় আহত হয়েছেন। এক সেনা জওয়ান।
আরও পড়ুন:কাকভোরে ভূ*মিকম্পে কাঁপল হরিয়ানা
সংবাদসংস্থা সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে গুলপুর সেক্টরের ফরোয়ার্ড রেঞ্জার নালা এলাকায় সেনার চোখে ধূলো দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। টের পেতেই বাধা দেয় সেনার টহলদার বাহিনী। দু’পক্ষে শুরু হয়ে যায় গুলির লড়াই।
সেনা সূত্রের খবর, শনিবার সকালেও ওই এলাকায় গুলির লড়াই হয়েছে। পাহাড় ও জঙ্গলে ঘেরা ফরোয়ার্ড রেঞ্জার নালায় তল্লাশি অভিযান চালানোর জন্য বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।চলছে অভিযান।
