শ্রীসিমেন্টের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

রাজস্থানে শ্রীসিমেন্ট লিমিটেডের একাধিক দফতরে হানা দিল আয়কর দফতর।টানা ১৪ ঘণ্টা আয়কর দফতরের আধিকারিকরা বিভিন্ন নথি পরীক্ষা করেন।সেই নথিপত্র থেকে আধিকারিকরা জানান,এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে তা থেকে ২৩ হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে। আয়কর আধিকারিকদের মত,ভারতে এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা।

এর কিছুদিন আগে সংস্থার কলকাতা  দফতরেও আয়কর কর্তারা তল্লাশি চালান।আয়কর কর্তাদের দাবি, তল্লাশি টালিয়ে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে।

ভারতের শীর্ষ তিন সিমেন্ট উৎপাদক কোম্পানির ওপরেও নজর রাখছে আয়কর কর্তারা। তাদের বক্তব্য, কোম্পানি কর ফাঁকি দিয়ে প্রতি বছর ১২০০-১৪০০ কোটি টাকা ফাঁকি দিয়েছে। জাল চুক্তির কারণে কেন্দ্র ও রাজ্য সরকার রাজস্বের বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে।যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Previous articleপঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরে তৃণমূল সুপ্রিমো: সোমে কোচবিহার, মঙ্গলে জলপাইগুড়ি
Next article১৬ বছরে যৌ*ন সম্পর্কের সিদ্ধান্তে হাইকোর্টের সিলমোহর!