Saturday, August 23, 2025

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। এদিন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে দাপটে শুরু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার-এর। লিগের উদ্বোধনী ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারাল কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের দুই গোলদাতা সুপ্রতীপ বারুই ও সুপ্রিয় পণ্ডিত। পরিবর্ত হিসেবে নেমে অনবদ্য ফুটবল খেলে ম্যাচের সেরা হলেন সুপ্রিয়।

মরশুমের প্রথম ম্যাচ, তাই কিবুর দলের গুছিয়ে নিতে সময় লেগেছে। এদিন দু’টি অর্ধে দু’রকম ফুটবল খেলে ডায়মন্ড হারবার। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলের পর দ্বিতীয়ার্ধে কিবুর ছেলেদের দাপুটে পারফরম্যান্স। প্রথমার্ধে একেবারেই ভাল ফুটবল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। বরং সাদার্ন একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু আরিফ, নীতিন মধুদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ডায়মন্ড হারবারের রক্ষণ। মনোতোষ চাকলাদার, অভিষেক দাস, সৌরভ, বিশালরা সজাগ থাকায় সাদার্ন গোল করতে পারেনি।

প্রথমার্ধে সাদার্নের গোলে সেভাবে কোনও শট নিতে পারেনি কিবুর ছেলেরা। মাঝমাঠে বল ধরে খেলার লোক ছিল না। ফলে সাদার্নের আক্রমণের সামনে চাপে পড়ে যায় ডায়মন্ড হারবারের রক্ষণ। বিরতির আগে গোলশূন্য থাকে খেলা। দ্বিতীয়ার্ধে স্ট্র্যাটেজি বদলে ফেলে আক্রমণাত্মক হয় ডায়মন্ড হারবার। আক্রমণে তুহিন শিকদারের পরিবর্তে সুপ্রিয় পণ্ডিত এবং রক্ষণে অধিনায়ক অভিষেক দাসের জায়গায় মার্শাল কিস্কুকে নামান কিবু। বিশেষ করে সুপ্রিয় নামতেই বদলে যায় ডায়মন্ড হারবারের খেলা।

 

সাদার্ন রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনে গোলের লকগেট খুলে ফেলে ডায়মন্ড হারবার। ৬৪ মিনিটে সুপ্রতীপের অনবদ্য গোলে এগিয়ে যায় কিবুর দল। চার মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করে ডায়মন্ড হারবার। ৬৮ মিনিটে সুপার সাব সুপ্রিয় দুরন্ত গোল করেন। শেষ দিকে সুপ্রিয়র একটি শট পোস্টে লেগে ফেরে। পরিবর্ত হিসেবে নেমে গোল মিস করেন জ্যাকবও। না হলে গোলের ব্যবধান আরও বাড়ত ডায়মন্ড হারবারের।প্রথমবার জাঁকজমকভাবে শুরু হল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ। লেজার শো-র মাধ্যমে কলকাতা লিগের উদ্বোধন আগে কখনও দেখা যায়নি। কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের লেজার শো-র প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ। এরপর কুক্রি নাচের প্রদর্শনী হয়। এছাড়া আরও একটি ডান্স গ্রুপ পারফর্ম করে।

আরও পড়ুন:কেন টেস্ট খেলেন না হার্দিক পান্ডিয়া ? জানালেন শাস্ত্রী

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version