Thursday, November 6, 2025

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরে তৃণমূল সুপ্রিমো: সোমে কোচবিহার, মঙ্গলে জলপাইগুড়ি

Date:

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবার ময়দানে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুরেই রওনা দিয়ে বিকেলে কোটবিহার পৌঁছন তিনি। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন মমতা। সোমবার কোচবিহার (Cochbehar) দক্ষিণ বিধানসভার চাঁদামারি প্রাণনাথ হাই স্কুলের ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

গত বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূল বিপুল ভোটে জয়ী হলেও, কোচবিহারে ফল আশানুরূপ হয়নি। লোকসভা ভোটের ঠিক এক বছর আগে পঞ্চায়েত ভোটে কোচবিহারকে ‘পাখির চোখ’ করে উত্তরবঙ্গে নিজেই প্রচার শুরু করছেন মমতা। মঙ্গলবার, জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের ডামডিম এলাকায় সভা করবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতেও বেশ কয়েকটি আসনে জয় পায় গেরুয়া শিবির।

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কখনও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে এতদিন প্রচারের দায়িত্ব তৃণমূলের প্রথমসারির নেতাদের দিয়েছিলেন। তবে, এবার পঞ্চায়েতে প্রচারে যাচ্ছেন মমতা। সোমবার, কোচবিহারের চাঁদমারি থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল সভানেত্রী।

পটনায় বিরোধী মহাজোটের মেগা বৈঠকে মধ্যমণি ছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর উদ্যোগেই কংগ্রেস-আপের ঝগড়া থামে বৈঠকে। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট সব রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট। গতবার ২০১৮-র পঞ্চায়েত ভোটের পরে ২০১৯ লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই সুযোগ তাদের দিতে চান না তৃণমূল সভানেত্রী। সেই কারণে পঞ্চায়েত থেকেই প্রচারে জোর দিচ্ছেন তিনি। কেন্দ্রের বঞ্চনা, ১০০দিনের টাকা আটকে রাখার পাশাপাশি বিজেপি-র সাম্প্রদায়িক বিভাজনের কথাও প্রচারের তুলে ধরতে পারেন তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version