Thursday, December 18, 2025

বাড়তে পারে পঞ্চায়েত নির্বাচনের দফা! রাজ্যপালকে কী জানালেন রাজীব

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে রবিবাসরীয় সন্ধেয় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজভবন সূত্রে খবর, সেখানেই পঞ্চায়েত ভোটে বাহিনী নিয়ে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে। এমনকী পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো হতে পারে বলেও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর।

একাধিক দফায় হতে পারে পঞ্চায়েত ভোট। এমনটাই এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালকে সেকথা জানিয়ে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত বাহিনী পাওয়ার স্পষ্ট কোনও আশ্বাস না মেলাতেই কমিশন ভোটের দফা বাড়ানোর কথা ভাবছে বলে রাজ্যপালকে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করেই এই পথেই হাঁটতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বারবার চিঠি লিখেও বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না কমিশন। আদালতে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে, ২০১৩-র মডেলে নির্বাচন করার পক্ষে মত রয়েছে তাদের।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনও উত্তর না পেয়ে নতুন করে বাহিনী পাওয়ার আশা রাখছে না কমিশন।
সেক্ষেত্রে ৩৩৭(২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তালিকা নিয়েই তিনি গিয়েছেন রাজভবনে। কোনও জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে রাজ্যপালকেও জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে, দফা বাড়ানো হলে তা ঠিক কত দফা হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। নজর এখন হাইকোর্টের শুনানির দিকে।

আরও পড়ুন- Kolkata Police: ঘটনাস্থলে দ্রুত পৌছাতে ১০০ ডায়ালে যুক্ত হল আরও ৩০টি বাইক

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...