Monday, May 19, 2025

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। একে একে ফুটবলার সই করিয়ে চমকও দিয়েছে লাল-হলুদ ক্লাব। সূত্রের খবর একাধিক তারকা ফুটবলারের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছে ইস্টবেঙ্গল। তবে সমস্যা সেই টাকা। আর তার জেরেই সেই একাধিক তারকা ফুটবলারকে সই করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে। এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, সেই ভারতীয় তারকা ফুটবলারের সঙ্গে একাধিক বছরের চুক্তি করে রেখেছে তাদের ক্লাব। ফলে তাদের নিতে গেলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে।

সূত্রের খবর, ট্রান্সফার ফির জন্যই রহিম আলিকে সই করাতে পারছে না লাল-হলুদ ক্লাব। চেন্নাইয়ান এফ সি ট্রান্সফার ফি না কমালে রহিম আলির সঙ্গে লাল হলুদের চুক্তি হওয়ার সুযোগ খুব বেশি নেই। যদিও রহিমের বিকল্প হিসেবে অন্য আরও একজন নতুন ভারতীয় স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ। রহিমের সঙ্গে চুক্তি না হলে তাঁকে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে। তবে সেই স্ট্রাইকারের নাম এখনও জানা যায়নি।

এদিকে প্রভসুকান সিং গিল-এর জন্য সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। গিলের ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গলে আস্তে কোনোও সমস্যা নেই বলে জানা যাচ্ছে। ট্রান্সফার ফি সংক্রান্ত টাকা পয়সা নিয়ে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট সঙ্গে কথা চলছে। ইস্টবেঙ্গল দারুণ একজন গোলরক্ষক নিতে চাইছে। তবে সেই ডিল ফাইনাল করার ক্ষেত্রেও সমস্যা সেই টাকাই।

ওপর দিকে সূত্রের খবর, এশিয়ান স্টপার হিসেবে আরও একজন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আসছেন। ইভানের পরিবর্ত হিসেবে আরেকজন স্প্যানিশ ডিফেন্ডার নিতে আগ্রহী ম্যানেজমেন্ট। মরশুমের শুরুতেই টাকার সমস্যা নিয়ে সরব হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তাদের দাবি ছিল, পড়শি ক্লাব মোহনবাগান যখন এত টাকা দিয়ে দল গড়ছে, সেই সময় ইস্টবেঙ্গল কেন পিছিয়ে থাকবে? যদিও এই আবেদনে কাজ হবে না বুঝতে পেরেই ক্রাউড ফান্ডিং-এর রাস্তায় হাঁটতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে তাতে সমস্যার সমাধান হবে না। আরও অনেক টাকার দরকার।

আরও পড়ুন:মেসিকে দেখতে এসে হতাশ সমর্থক, ভাইরাল ভিডিও

 

 

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...
Exit mobile version