Saturday, December 6, 2025

“মোদি আজ আছে কাল নেই, আপনারা সীমান্ত র.ক্ষায় থাকবেন”, ফের মমতার নি.শানায় বিএসএফ

Date:

Share post:

বাংলাদেশ বর্ডার থেকে ঢুকেই গুলি করা হয়েছে। আজ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ির (Jalpaiguri)চেকেন্দা ভাণ্ডারি ময়দানের জনসভা থেকে দিনহাটার ঘটনা নিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের বাংলাদেশ লাগোয়া গীতালদহ গ্রামপঞ্চায়েতের জরিধল্লা গ্রামে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুনে অভিযোগ উঠেছে। তদন্তে নেমে পুলিশের অনুমান, সীমান্তবর্তী গ্রাম হওয়ায় বাংলাদেশের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে। এদিন মুখ্যমন্ত্রীর মুখেও সেকথা শোনা গেল। এদিনের সভামঞ্চ থেকেই মৃতের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওই পরিবারের একজন স্পেশাল হোমগার্ডের চাকরি পাবেন। আর ২লক্ষ টাকা দেওয়া হবে। এটা আমাদের পূর্ব ঘোষিত নীতি। নতুন নয়। আমি আগেও দিয়েছি।’”

গতকাল কোচবিহারের পর আজ জলপাইগুড়ির সভা থেকে ফের বিএসএফকে (BSF)কড়া ভাষায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বিএসএফ–কে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিলেন। তিনি বলেন, “বিএসএফ-এর গুলিতে অনেকেই মারা গেছে। আমি মনে করিনা, বিএসএফ-এর সবাই খারাপ। তবে এটা বুঝতে হবে, মোদি আজ আছে কাল নেই। কিন্তু আপনারা সীমান্ত রক্ষার জন্য থাকবেন। আপনারা ঠিক করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন। আজ সকালেও একজনকে মারা হয়েছে। বাংলাদেশের বর্ডার থেকে এসে একজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। বিএসএফএর গুলিতেও যারা মারা গিয়েছেন, তাঁরা হোমগার্ডের চাকরি পাবেন।” প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ছয় মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।’”

 


 

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...