পঞ্চায়েত ভোটের দফা বাড়াবে না কমিশন, প্রয়োজনে সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি

বিরোধীরা চাপ বাড়াক আপাতত দফা বাড়ানোর কথা বলুক, তা মানবে না কমিশন। কারণ, মামলায় কমিশনকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা হয়েছে

৮ জুলাই একদফাতেই গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট। নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য নির্বাচন কমিশন। কোনও অবস্থাতেই পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো হবে না। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কমিশন। অন্যদিকে, কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এক দফায় ভোট হলে একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আদালতেও বিষয়টি জানিয়েছে কেন্দ্র। এরপরই দফা বাড়ানোর খেলায় নামে বিজেপি।

আরও পড়ুনঃসাতসকালে উত্ত*প্ত দিনহাটা! গু.লিবিদ্ধ তৃণমূল নেতার মৃ*ত্যু, কাঠগড়ায় বিজেপি

এদিকে, বিরোধীরা চাপ বাড়াক আপাতত দফা বাড়ানোর কথা বলুক, তা মানবে না কমিশন। কারণ, মামলায় কমিশনকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা হয়েছে। সেক্ষেত্রে এক দফায় ভোট ঘোষণার পর কোনওভাবেই কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। বুধবার এই সংক্রান্ত মামলায় কমিশনকে দফা বাড়ানোর নির্দেশ দেওয়া হলে শীর্ষ আদালতে তার বিরুদ্ধে মামলাও করতে পারে কমিশন।

প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তা আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি অন্য রাজ্যের পুলিশ। এর আগে ২২ কোম্পানি বাহিনীও মঞ্জুর করেছে কেন্দ্র।

Previous articleসাতসকালে উত্ত*প্ত দিনহাটা! গু.লিবিদ্ধ তৃণমূল নেতার মৃ*ত্যু, কাঠগড়ায় বিজেপি
Next articleআজ ভারতের সামনে কুয়েত, জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার