Sunday, May 11, 2025

বৃহত্তর কলকাতায় দূষণ কমাতে রাজ্য সরকার হুগলি নদীতে যাত্রী পরিবহণে ব্যবহৃত পুরনো ডিজেল চালিত ভেসেলগুলিকে ধাপে ধাপে বাতিল করে নতুন ব্যাটারি চালিত বৈদ্যুতিক ভেসেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে ১৮০ কোটি টাকা ব্যয়ে এধরনের ১৫টি ভেসেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে ঢেলে সাজাতে এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দের একটি প্রকল্প হাতে নিয়েছে পরিবহণ দফতর। যার মধ্যে ৭০০ কোটি টাকা বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া গিয়েছে। ওই প্রকল্পের আওতাতেই দূষণ সৃষ্টিকারী পুরনো লঞ্চ ও ভেসেলগুলিকে বদলে ফেলে দূষণমুক্ত বৈদ্যুতিক জলযান চালানোর পরিকল্পনা বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নতুন ১৫টি ভেসেলের মধ্যে কলকাতায় গঙ্গা পারাপারের জন্য ২৫০ জন যাত্রী পরিবহণের ক্ষমতাসম্পন্ন ৮টি ভেসেল কাজে লাগানো হবে। ১০০ আসন বিশিষ্ট পাঁচটি ভেসেল শহরতলিতে যাত্রী পরিবহণ করবে। যথাক্রমে ৭৫ ও ১৫০ আসন বিশিষ্ট দুটি ক্যাটারামান ধাঁচের ভেসেলকে পর্যটনের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ব্যাটারির পাশাপাশি বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য প্রত্যেকটি ভেসেলে থাকছে শক্তিশালী জেনারেটর।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহত্তর কলকাতায় হুগলি নদীতে যাত্রী পরিবহণে বর্তমানে ১৩৮টি ভেসেল ব্যবহার করা হয়। যার অর্ধেকের বয়স ৩০ বছরের বেশি। ১৯৭৮ থেকে ১৯৯০ সালের মধ্যে তৈরি এই ডিজেল চালিত ভেসেলগুলি অত্যধিক দূষণ ছড়ায়। এগুলিকেই সবার আগে বিদায় করতে চায় পরিবহণ দফতর। ২০১১-র পরে কেনা ভেসেলগুলিতে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, ডিজেল চালিত ভেসেলের তুলনায় বৈদ্যুতিক ভেসেলের দাম অনেকটাই বেশি। যেখানে একটি ডিজেল ভেসেলের দাম সাড়ে প্রায় চার কোটি টাকা, সেখানে বৈদ্যুতিক ভেসেলের এক-একটির দাম ১২ কোটির কাছাকাছি। কিন্তু দূষণ ছড়ানোর নিরিখে একেবারে শূন্যের কাছাকাছি থাকা বৈদ্যুতিক ভেসেলগুলি আখেরে খরচ কমাবে বলে তাঁরা মনে করছেন। পরিবহণ কর্তাদের ব্যাখ্যা, এক-একবার গঙ্গা পারাপার করতে ডিজেল চালিত ভেসেলের ৩০-৩৫ লিটার তেল খরচ হয়। নতুন বৈদ্যুতিক ভেসেলে চার্জ দিতে সেই তুলনায় যে বিদ্যুৎ খরচ হবে তা যৎসামান্য।

আরও পড়ুন- বীরভূমে নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁ.শিয়ারি শতাব্দীর

Related articles

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার...
Exit mobile version