Sunday, August 24, 2025

টালমাটাল অবস্থা চলছিলই। দলে পদ না পেয়ে ক্ষোভের কথা আগেই জানিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। এবার এনসিপির(NCP) পোস্টার থেকেও বাদ পড়ল অজিতের নাম। সম্প্রতি দিল্লিতে এনসিপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পোস্টারে শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলের ছবি থাকলেও বাদ গেলেন অজিত। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, এনসিপির একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন তিনি। এই জল্পনার সঙ্গে সঙ্গেই অজিতের ডানা ছাঁটার প্রক্রিয়াটাও নজরে আসছিল একটু একটু করে। গত এপ্রিলে কর্নাটকের বিধানসভা ভোটে এনসিপির ১৫ জনের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন অজিত। সে সময়ই শরদ-কন্যা সুপ্রিয়ার সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে বলে দলের একটি সূত্রে খবর মিলেছিল। ঠিক এক বছর আগে, ২০২২-এর জুন মাসে একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে শিবসেনায় ভাঙন এবং উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরে মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাডী’র বৃহত্তম দল হয়েছে এনসিপি। দলের পরিষদীয় নেতা হিসেবে গত জুলাই মাসে বিরোধী দলনেতা হয়েছেন অজিত। তার আগে ছিলেন তিনি উদ্ধব সরকারের উপমুখ্যমন্ত্রী। তবে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়িয়ে এনসিপির সাংগঠনিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন শরদের ভাইপো। অজিতের ‘ইচ্ছা’ প্রসঙ্গে শরদ বলেন, “এ বিষয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। দলের নির্দিষ্ট কমিটিতে এ নিয়ে আলোচনা হবে।”

অন্যদিকে দলের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব কন্যা সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেলকে দিলেও অজিতের জন্য রাখা হয়নি দলের কোনও পদ। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের অনুমান ধীরে ধীরে ডানা ছাঁটা হচ্ছে অজিতের। সেই পথেই এবার দলের পোস্টার থেকে বাদ দেওয়া হল অজিত পাওয়ারকে।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version