গোটা বিশ্বকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে যে মারণ ভাইরাস (Virus)তার সৃষ্টিকর্তা অন্য কেউ নয় বরং লাল ফৌজের দেশ (China)। সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি ইউহানের গবেষক চাও সানের (Chao Saan)। এই ভাইরাস পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে একের পর এক দেশে দাপট দেখিয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে তার সঠিক পরিসংখ্যান আজও মেলেনি। এর মাঝেই আমেরিকা বারবার দাবি করেছে যে গোটা বিষয়ের সঙ্গে চিনের সরাসরি যোগ রয়েছে। এবার সেই তত্ত্বেই সিলমোহর দিলেন ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির (Wuhan Institute of Virology)গবেষক চাও সান (Chao Saan) ।