Monday, August 25, 2025

মার্কিন ড্রোন চুক্তি মোদি সরকারের, রাফাল ধাঁচেই প্রশ্ন তুলল কংগ্রেস

Date:

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল(Rafale) নিয়ে প্রশ্ন তুলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল কংগ্রেস(Congress)। এবার সেই একই ধাঁচে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া ড্রোন(Drone) চুক্তি নিয়ে প্রশ্ন তুলল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। কয়েকশো কোটি টাকার এই চুক্তির আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি তোলা হয়েছে হাত শিবিরের তরফে।

বুধবার দিল্লিতে কংগ্রেস (Congress) মুখপাত্র পবন খেরা বলেন, “সবাই জানে, দেশের স্বার্থের সঙ্গে আপোস করেছে মোদি সরকার। ভারতের জনগণ দেখেছে কীভাবে ১২৬টি যুদ্ধবিমানের বদলে মাত্র ৩৬টি রাফালে জেট কেনা হয়েছে। হ্যালকে প্রযুক্তি হস্তান্তর করা হয়নি। ফ্রান্সে রাফালে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ও ফৌজের আপত্তি সত্ত্বেও বহু সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এই চুক্তিতে আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।”

উল্লেখ্য, চিন-পাকিস্তান সীমান্তের অশান্ত পরিস্থিতিতে সর্বক্ষণের নজরদারির জন্য অত্যাধুনিক মার্কিন ‘প্রিডেটর’ ড্রোন কিনতে চলেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত আমেরিকরা সফরে ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের এই চুক্তি মোতাবেক ভারতীয় নৌসেনার হাতে আসবে ১৫টি এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন। আটটি করে এই ঘাতক হাতিয়ার পাবে সেনাবাহিনী ও বায়ুসেনা। এর ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হয়েছে, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছবে ভারত। তবে এই চুক্তি নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বাজারদরের চাইতে বেশি দামে কেনা হচ্ছে মার্কিন ড্রোনগুলি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version