Tuesday, May 6, 2025

মার্কিন ড্রোন চুক্তি মোদি সরকারের, রাফাল ধাঁচেই প্রশ্ন তুলল কংগ্রেস

Date:

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল(Rafale) নিয়ে প্রশ্ন তুলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল কংগ্রেস(Congress)। এবার সেই একই ধাঁচে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া ড্রোন(Drone) চুক্তি নিয়ে প্রশ্ন তুলল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। কয়েকশো কোটি টাকার এই চুক্তির আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি তোলা হয়েছে হাত শিবিরের তরফে।

বুধবার দিল্লিতে কংগ্রেস (Congress) মুখপাত্র পবন খেরা বলেন, “সবাই জানে, দেশের স্বার্থের সঙ্গে আপোস করেছে মোদি সরকার। ভারতের জনগণ দেখেছে কীভাবে ১২৬টি যুদ্ধবিমানের বদলে মাত্র ৩৬টি রাফালে জেট কেনা হয়েছে। হ্যালকে প্রযুক্তি হস্তান্তর করা হয়নি। ফ্রান্সে রাফালে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ও ফৌজের আপত্তি সত্ত্বেও বহু সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এই চুক্তিতে আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।”

উল্লেখ্য, চিন-পাকিস্তান সীমান্তের অশান্ত পরিস্থিতিতে সর্বক্ষণের নজরদারির জন্য অত্যাধুনিক মার্কিন ‘প্রিডেটর’ ড্রোন কিনতে চলেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত আমেরিকরা সফরে ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের এই চুক্তি মোতাবেক ভারতীয় নৌসেনার হাতে আসবে ১৫টি এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন। আটটি করে এই ঘাতক হাতিয়ার পাবে সেনাবাহিনী ও বায়ুসেনা। এর ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হয়েছে, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছবে ভারত। তবে এই চুক্তি নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বাজারদরের চাইতে বেশি দামে কেনা হচ্ছে মার্কিন ড্রোনগুলি।

Related articles

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version