Tuesday, November 11, 2025

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী ১ জুলাই রায় দেবে দিল্লি আদালত

Date:

যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী ১ জুলাই রায় দেবে দিল্লি আদালত। মঙ্গলবার দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানিয়েছেন, ‘যেহেতু নতুন চার্জশিট জমা পড়েছে এবং চার্জশিট অনেকটা লম্বা তাই সব ভালো করে খতিয়ে দেখতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন। আগামী ১ জুলাই এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।’ একই সঙ্গে আন্দোলনরত কুস্তিগীররা আদালতের নজরদারিতে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ করে দিয়েছেন বিচারক।
গত ১৫ জুন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে নতুন চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার চার্জশিটে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), ৩৫৪এ (অশালীন মন্তব্য), ৩৫৪ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৩৫৪ জামিনঅযোগ্য। তবে বাকি দু’টি ধারা জামিনযোগ্য। চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।
শুনানিতে বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানান, ‘যেহেতু দীর্ঘ চার্জশিট পেশ করা হয়েছে এবং একাধিক ধারা যুক্ত করা হয়েছে, তাই ভালো করে চার্জশিট পরীক্ষা করার জন্য কয়েকদিন প্রয়োজন।’ এর পরেই ১ জুলাই পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেন তিনি।
২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত রেসলারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৫ জুনের মধ্যে চার্জশিট দেবে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৫০ জনকে জেরা করে পুলিশ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version