Thursday, August 21, 2025

ফের শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বুধবার দুপুরে গড়িয়াহাটের (Gariahat) এক বহুতলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দমকলবাহিনী (Fire Brigade) ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছে জোরকদমে। এলাকায় দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুরে আচমকাই গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনের (Mandevilla Garden) একটি বহুতল থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার পরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে দিনেদুপুরে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী ভাবে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দমকল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version