Wednesday, November 12, 2025

মঙ্গলবার রাত থেকেই অবিরাম বৃষ্টি! বুধবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি। কখনও তা একটু কমছে ঠিকই, তবে পরক্ষণেই বাড়ছে ফের।যদিও বেলা গড়াতেই আকাশজুড়ে ঘন কালো মেঘ।

আরও পড়ুন:পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে এই মুহূর্তে। তার প্রভাবেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামীকালও বৃষ্টি চলবে কলকাতায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও বৃষ্টি কমলেই ফের এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version