Monday, August 25, 2025

মঙ্গলবার রাত থেকেই অবিরাম বৃষ্টি! বুধবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি। কখনও তা একটু কমছে ঠিকই, তবে পরক্ষণেই বাড়ছে ফের।যদিও বেলা গড়াতেই আকাশজুড়ে ঘন কালো মেঘ।

আরও পড়ুন:পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে এই মুহূর্তে। তার প্রভাবেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামীকালও বৃষ্টি চলবে কলকাতায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও বৃষ্টি কমলেই ফের এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

Related articles

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...
Exit mobile version