Monday, May 19, 2025

সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আপ্লুত মুখ্যমন্ত্রী, আবেগঘন টুইট

Date:

কপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে বাঁ পায় ও বাঁদিকের কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর জানার পর থেকেই রাজ্যবাসী তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা বার্তা পাঠায়। দ্রুত আরোগ্য কামনা করেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। এই ঘটনায় আপ্লুত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বাংলার মানুষকে উল্টোরথ ও ঈদ-আল-আজহার শুভেচ্ছা জানিয়ে আবেগঘন টুইট (Tweet) করেন মমতা।

গত মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাগডোগড়া যাওয়ার সময়ে দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এর পর ওইদিনই বিকেলে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দেখানোর পর তাঁদের পরামর্শই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন তৃণমূল (TMC) সুপ্রিমো। বাড়িতেই চলছে ফিজিওথেরাপি। তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে সবাই। তাঁদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইট করে মুখ্যমন্ত্রী উল্টোরথ এবং ঈদ-উল-আযহার শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে।” একই সঙ্গে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও ভালবাসা জানান তিনি। “আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষ্যে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”

 

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...
Exit mobile version