Tuesday, May 20, 2025

প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চন্দন বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ নিঃশ্বাস ত্যাগ করেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।

এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বেহালার পর্ণশ্রীর বাড়িতে নিয়ে আসা হয় চন্দন বন্দ‍্যোপাধ‍্যায়ের মরদেহ। এরপর সকাল ১১টায় চন্দন বন্দ্যোপাধ্যায়কে আনা হয় ইস্টবেঙ্গল তাঁবুতে। সেখানে ক্লাবের কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলাররা শেষ শ্রদ্ধা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ককে।

 

১৯৫৪ সালে মিলন সমিতি থেকে তাঁর ফুটবল কেরিয়ার শুরু। এরপর ভবানীপুর ও জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ সালে ইস্টবেঙ্গলে সই করেন চন্দন বন্দ্যোপাধ্যায়। সই করেন নিজের প্রিয় ক্লাবে। এরপর ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন তিনি। সেবার তার নেতৃত্বে লিগ জেতে ইস্টবেঙ্গল। এর আগে টানা চারবার লিগ জিতেছিল মোহনবাগান। কিন্তু মোহনবাগানের সেই জয়রথ থামিয়ে দেয় চন্দন বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গল। সেবার চন্দন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইস্টবেঙ্গলে খেলেছিলেন প্রশান্ত সিনহা, অরুণ ঘোষ, সুকুমার সমাজপতি, রাম বাহাদুর, শ্যাম থাপার মত প্রখ্যাত ফুটবলাররা।

আরও পড়ুন:হাসপাতালে ভর্তি ম্যাডোনা! কী হল পপ তারকার?


 

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version