কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়ে বদল। তাঁর এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরিয়ে নেওয়া হল। পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি ৪ জুলাই থেকে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এখন থেকে বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বসবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে রোস্টার প্রকাশ করেছে তাতেই এ কথা জানানো হয়েছে।
বিচারপতি মান্থার এজলাসে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বহু মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে।গত জানুয়ারি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটকে ঘিরে হাইকোর্টে ধুন্ধুমার ঘটে।আইনজীবীদের একাংশ অন্য আইজীবীদের তাঁর এজলাসে ঢুকতে বাধা দেয়।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ডিভিশন বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন মামলা শুনবে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।