Sunday, August 24, 2025

সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আপ্লুত মুখ্যমন্ত্রী, আবেগঘন টুইট

Date:

কপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে বাঁ পায় ও বাঁদিকের কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর জানার পর থেকেই রাজ্যবাসী তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা বার্তা পাঠায়। দ্রুত আরোগ্য কামনা করেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। এই ঘটনায় আপ্লুত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বাংলার মানুষকে উল্টোরথ ও ঈদ-আল-আজহার শুভেচ্ছা জানিয়ে আবেগঘন টুইট (Tweet) করেন মমতা।

গত মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাগডোগড়া যাওয়ার সময়ে দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এর পর ওইদিনই বিকেলে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দেখানোর পর তাঁদের পরামর্শই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন তৃণমূল (TMC) সুপ্রিমো। বাড়িতেই চলছে ফিজিওথেরাপি। তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে সবাই। তাঁদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইট করে মুখ্যমন্ত্রী উল্টোরথ এবং ঈদ-উল-আযহার শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে।” একই সঙ্গে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও ভালবাসা জানান তিনি। “আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষ্যে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version