Thursday, November 13, 2025

সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আপ্লুত মুখ্যমন্ত্রী, আবেগঘন টুইট

Date:

কপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে বাঁ পায় ও বাঁদিকের কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর জানার পর থেকেই রাজ্যবাসী তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা বার্তা পাঠায়। দ্রুত আরোগ্য কামনা করেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। এই ঘটনায় আপ্লুত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বাংলার মানুষকে উল্টোরথ ও ঈদ-আল-আজহার শুভেচ্ছা জানিয়ে আবেগঘন টুইট (Tweet) করেন মমতা।

গত মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাগডোগড়া যাওয়ার সময়ে দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এর পর ওইদিনই বিকেলে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দেখানোর পর তাঁদের পরামর্শই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন তৃণমূল (TMC) সুপ্রিমো। বাড়িতেই চলছে ফিজিওথেরাপি। তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে সবাই। তাঁদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইট করে মুখ্যমন্ত্রী উল্টোরথ এবং ঈদ-উল-আযহার শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে।” একই সঙ্গে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও ভালবাসা জানান তিনি। “আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষ্যে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version