Wednesday, November 12, 2025

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে পুজারার না থাকা নিয়ে মুখ খুললেন সৌরভ

Date:

সদ‍্য ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিরুদ্ধে একদিন এবং টেস্ট দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের সহ-অধিনায়ক হয়েছেন অজিঙ্কে রাহানে। দল থেকে বাদ গিয়েছেন চেতেশ্বর পুজারা। আর এতেই অবাক ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, পুজারাকে নির্বাচকেরা এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করছে? নাকি তরুণ প্রজন্মের উপর ভরসা করছে? সেই বিষয় পরিষ্কার ভাবে পুজারাকে জানিয়ে দেওয়া উচিত।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” নির্বাচকদের পুজারার বিষয় সঠিক ধারণা থাকা উচিত। তাঁদের কি আর টেস্ট ক্রিকেটে পুজারার প্রয়োজন আছে নাকি তাঁরা তরুণ খেলোয়াড়দের সঙ্গে এগিয়ে যেতে চান। পুজারার মতো খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়ে আবার দলে নিয়ে আবার বাদ দিয়ে আবার নেওয়া সম্ভব নয়।”

শুধু পুজারা নন, ভারতীয় দলে সরফারাজ খান, অভিমন‍্যু ঈশ্বরণ সুযোগ না পাওয়া অবাক হন সৌরভ। এই নিয়ে তিনি বলেন,”আমার সরফারাজ খানের জন্য খারাপ লাগে। গত কয়েক বছরে যে পরিমাণে রান করেছে, তাতে ওর সুযোগ পাওয়া উচিত। একই কথা বলব অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে, গত পাঁচ-ছয় বছরে প্রচুর রান করেছে ও। আমি অবাক হয়েছি দুজনকেই বাদ দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে ওদের সুযোগ দেওয়া উচিত।

এছাড়াও সৌরভ রাহানের বিষয়ও মুখ খোলেন। দীর্ঘ ১৮ মাস পর দলে ফেরেন রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ এবং ৪৬ রান করেন। কিন্তু দীর্ঘদিন দলের বাইরে থেকেও কীভাবে সহ অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রাহানে সেই বিষয় অবাক হন সৌরভ।

আরও পড়ুন:প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version