Sunday, August 24, 2025

বিলাসবহুল জীবনের জন্য মালিকের বাড়িতে নিত্য চু.রি প্রৌঢ় দম্পতির! 

Date:

Share post:

বয়স একটা সংখ্যা মাত্র, ভাল থাকার ইচ্ছে যে কোনও বয়সেই মনের মধ্যে আসতে পারে। জীবনের বাকি দিনগুলো একটু (বিলাসবহুল জীবনযাত্রার luxurious lifestyle) মধ্যে দিয়ে অতিবাহিত করার জন্য তাই মারাত্মক ছক কষে ছিলেন এক প্রৌঢ় দম্পতি(Elderly Couple)। বড়লোক বাড়িতে পরিচারিকার কাজ করার সুযোগ নিয়ে দু’মাস ধরে একটি একটি করে গয়না চুরি। তারপর স্বামীর মাধ্যমে তা পাচার করে মোটা টাকা রোজগার। অনেকটা টাকা হাতে আসার পরই মনের আনন্দে সিনেমা দেখার পরিকল্পনা। কিন্তু সেখানেই সব শেষ।মাল্টিপ্লেক্সে পৌছানোর আগে গ্রেফতার হন ওই প্রৌঢ় দম্পতি। শেষ জীবনটা আর সিনেমার মতো হলো না।

লালবাজারের (Lalbazar) গোয়েন্দা সূত্রে খবর দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার চণ্ডী ঘোষ লেনের একটি বাড়িতে কাজ করতেন পবিত্রা সরকার (Pabitra Sarkar)। তাঁর স্বামীর নাম গোপাল সরকার (Gopal Sarkar)। প্রৌঢ়া বলে বাড়ির লোক চোখ বন্ধ করে বিশ্বাস করতেন ওই মহিলাকে। স্বপ্নেও ভাবা যায়নি এমন মারাত্মক প্ল্যান করেছেন দম্পতি। বাড়ির লোকেরা গত এপ্রিল মাসে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন।গৃহকর্ত্রী তাঁর গয়না আলমারিতে রেখে যান। কিন্তু ফিরে এসে দেখেন বেশ কয়েকটি গয়না উধাও। অথচ দরজা বা আলমারি ভাঙার কোনও চিহ্ন নেই, এমনকি আলমারির চাবিও যথাস্থানেই রয়েছে। সন্দেহ হওয়াতে তাঁরা রিজেন্ট পার্ক থানায় (Regent park police station) অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। সরাসরি অভিযোগ না আনলেও গৃহকর্ত্রী প্রাথমিকভাবে পরিচারিকাকেই সন্দেহ করতে শুরু করেন। তাঁর গতিবিধির উপর নজর রাখেন গোয়েন্দারা। প্রৌঢ় দম্পতিকে টালির বাড়িতে থেকেও বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। এরপর বুধবার তাঁরা সিনেমা দেখতে গেলে মাঝপথেই অ্যারেস্ট করা হয়। পুলিশি জেরার মুখে পড়ে ওই দম্পতি চুরির কথা স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...