Saturday, November 1, 2025

কনভয় ছেড়ে সোজা মেট্রোতে! যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে নরেন্দ্র মোদি, ভা.ইরাল ভিডিও

Date:

নিজের কনভয়ে (Convoy) নয়, এবার মেট্রোতে (Metro) চেপেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শতবর্ষে পদার্পণ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেই উপলক্ষেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সেই অনুষ্ঠানের শেষ দিন। আর এদিনের অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার সকালে মেট্রোয় চেপে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন নমো। তবে মোদির আগমনের খবর শুনেই আজব ফতোয়া এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দু কলেজ, ভীমরাও অম্বেডকর কলেজ এবং জাকির হুসেন কলেজ। বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়ারা শুক্রবার কোনও কালো পোশাক পরতে পারবেন না। এমনকি ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, শুক্রবারের অনুষ্ঠানে পড়ুয়ারা উপস্থিত থাকলে, তাঁদের পাঁচ দিনের উপস্থিতি দিয়ে দেওয়া হবে! আর এরপরই চরম বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। আর প্রধানমন্ত্রীর আগমনে আচমকা এমন পোশাক ফতোয়া নিয়ে এদিন একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। এরপরই বিরোধীদের অভিযোগ, যেখানে সরকারের গাদা গাদা টাকা খরচ করে বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী, সেখানে আচমকা দিল্লিতে এসে কেন মেট্রো সফর প্রধানমন্ত্রীর তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে চব্বিশের নির্বাচনই কী বড় বালাই?

এদিন সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নয়, আর পাঁচজন সাধারণ মানুষের মতো মেট্রোয় চেপে যান তিনি। স্বাভাবিকভাবেই মেট্রোর সাধারণ যাত্রীদের পাশেই বসেন প্রধানমন্ত্রী। কথাও বলেন উপস্থিত যাত্রীদের সঙ্গে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মেট্রো সফরের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এদিন মেট্রোয় বেশ কিছু পড়ুয়াও ছিলেন। তাঁদের সঙ্গে রীতিমতো খোশগল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘ইয়ংস্টার’দের মতোই প্রশ্ন করেন, “এই রিলস দেখেছো? ওই ওয়েব সিরিজ দেখেছো?”

তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র অনুষ্ঠানেই যোগ দেবেন না, সেখানে তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন। যে তিনটি বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি, সেগুলিতে প্রযুক্তি, কম্পিউটার সেন্টার ও অ্যাকাডেমিক ব্লক তৈরি করা হবে। ৮ তলা এই ভবনগুলিতে বিশ্বমানের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version