Wednesday, August 27, 2025

অভিযোগের মাত্র চার ঘণ্টার মধ্যেই অ.পহৃত শিশুকে উ.দ্ধার চুঁচুড়া থানার পুলিশের

Date:

ফের পুলিশের সাফল্য। অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার বড়বাজার এলাকার বাসিন্দা পিংকি গুপ্তার বাড়ির  অনুষ্ঠানে অপহৃত শিশুটির বাবা-মা তাদের বাচ্চাটিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যান।

দুপুরে খাওয়া দাওয়ার পর শিশুটির মা ওই বাড়িতে থেকে গেলেও তার বাবা বাড়ি ফিরে যায়। শিশুটির মায়ের অভিযোগ, তিনি যখন খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় তার পাশে তার ছয় মাসের শিশু পুত্রটি ছিল। কিন্তু বিকালে যখন মহিলার ঘুম ভাঙে তখন তিনি তার পাশে ছেলেকে দেখতে পাননি ।

ছেলে কোথায় জিজ্ঞাসা করলে পিংকি জানান, তার স্বামী এসে ছেলেকে নিয়ে বাড়ি গেছে। একথায় বিশ্বাস হয়নি মহিলার। সঙ্গে সঙ্গে তিনি চুঁচুড়া থানায় যোগাযোগ করেন এবং শিশু অপহরণের অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই চুঁচুড়া থানার আইসির নেতৃত্বে একটি  টিম গঠন করা হয় ।তারা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন।

পিংকি সহ সেদিনের সব নিমন্ত্রিতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কেউই কিছু জানাতে পারেননি। এরপর পুলিশ এলাকার জোড়া-ঘাট এবং বড় বাজারে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখতে শুরু করে। এর পর পুলিশ দেখতে পায় অপহৃত বাচ্চাটিকে একটি স্কুটিতে চাপিয়ে এক মহিলা নিয়ে যাচ্ছেন। পরে জানা যায় শিশুটিকে চন্দননগরের রমেন দেবনাথের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই পিঙ্কি পুলিশি জেরায় ভেঙে পড়ে সমস্ত কথা স্বীকার করে পুলিশকে। শিশুটাকে দেড় লাখ টাকার বিনিময়ে চন্দননগরের রমেন দেবনাথের কাছে বিক্রি করা হয়েছে।

সেই টাকার ভাগ পায় পিংকিও। পুলিশ অভিযান চালিয়ে রমেন দেবনাথের বাড়ি থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তী। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি বিনীত রাজ বুন্দেস জানান, অভিযোগের পরই চুঁচুড়া থানা আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে যে টিম তৈরি হয় তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মাত্র চার ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশু পাচারের একটি চক্র এই কাজের সঙ্গে যুক্ত ।তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version