Sunday, November 9, 2025

মুম্বাইয়ে(Mumbai) ফের চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ট্রেনের মধ্যে তরুণীকে একা পেয়ে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। বারবার মুম্বইয়ের লোকাল ট্রেনে(Local Train) এহেন ঘটনা ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন রাতে চারনি রোড স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে উঠেছিলেন তরুণী। ট্রেনটি ছাড়ার মুহূর্তেই এক যুবক ওঠেন ওই কামরায়। অভিযোগ, ট্রেনটি চারনি রোড ছাড়ার পর থেকেই তরুণীকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করতে থাকেন। শুধু তাই-ই নয়, তরুণী প্রতিবাদ করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন। গ্রান্ট রোড স্টেশন ঢুকতেই ওই যুবক নেমে পড়েন। ঘটনার প্রায় চার দিন পর ২৮ জুন রেলপুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশের দাবি, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালানো হয়। ওই দুই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ধারায় একটি এফআইআরও দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের শুরুতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে কলেজপড়ুয়া তরুণীকে একা পেয়ে নিগ্রহের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ জুন সকালে গিরগাঁওয়ের বাসিন্দা ওই তরুণী নভি মুম্বইয়ের বেলাপুরে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। তখনই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর পানভেলগামী ট্রেনে ছত্রপতি শিবাজি (সিএসটি) স্টেশন এবং মসজিদ স্টেশনের মাঝে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে নওয়াজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, স্টেশনে ৫ তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। পরে বছর চল্লিশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ফের চলন্ত ট্রেনে তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটল মুম্বাইয়ে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version