দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক ইস্টবেঙ্গলের, ভিসা-জটে কুয়াদ্রাত

এদিকে জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু থেকে প্রি-সিজন ট্রেনিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের।

শুক্রবার ছিল ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং। বৈঠকে বসেছিলেন ইমামি কর্তা এবং ইস্টবেঙ্গল কর্তারা। তবে বৈঠকে ছিলেন না শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের প্রতিনিধি হিসেবে বৈঠকে হাজির ছিলেন সহ-সচিব রূপক সাহা। ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, হিসাবরক্ষক সদানন্দ মুখোপাধ্যায়, ক্লাব সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত।

দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “নতুন মরশুমে কীভাবে এগনো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভিসা নিয়ে সমস্যা থাকায় হেড কোচ কবে আসবে বলা যাচ্ছে না। ফেডারেশন বিষয়টি দেখছে।” তিনি আরও বলেন, “কোচের দেওয়া তালিকা মেনেই দলগঠনের কাজ চলছে।” মহেশ সিংয়ের চুক্তি নিয়ে আলোচনা হয়নি। লগ্নিকারী সংস্থার কর্তা জানিয়েছেন, ভাল দলের জন্য বাজেট বাড়ানো হয়েছে। অভিজ্ঞ গোলকিপার ও বিদেশি ডিফেন্ডারের খোঁজ চলছে।

এদিকে জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু থেকে প্রি-সিজন ট্রেনিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ভিসা সমস্যার জন্য লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত এখনও শহরে আসতে পারেননি।

আরও পড়ুন:প্রস্তাব আগারকারের, প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

 

Previous articleনিরপেক্ষতার অজুহাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অযৌক্তিক: মত সুখেন্দুশেখরের
Next articleতিন প্রচার সভায় উপচে পড়া ভিড়, অধিকার অটুট রাখতে তৃণমূলকে জয়ী করার ডাক কুণালের