Monday, August 25, 2025

আচমকাই দিল্লির বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত! বাঙালি খাবারে মজল মন

Date:

Share post:

আচমকাই দিল্লির (Delhi) বঙ্গভবনে উপস্থিত হয়ে ‘বাঙালিয়ানায়’ ভাসলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি (Eric Garcetti)। শুক্রবার সকালেই তিনি দিল্লিতে পশ্চিমবঙ্গের অতিথিশালায় (Guest House) আসেন। এদিকে তাঁর আসার কথা শুনতে পেয়েই সাজো সাজো রব বঙ্গভবনে। মার্কিন রাষ্ট্রদূতের আগমনে তড়িঘড়ি সাজিয়ে তোলা হয় রাজ্য সরকারের অতিথিশালা। মার্কিন রাষ্ট্রদূতের জন্য ব্যবস্থা করা হয় এলাহি বাঙালি মেনু। আর কি ছিলনা সেই মেনুতে আম পান্না থেকে থেকে শুরু করে ফিস ফ্রাই, শুক্তো থেকে লুচি-কষা মাংস, এমনকী শেষপাতে আমের চাটনি, রসগোল্লা, সন্দেশ কিছুই বাদ যায়নি।

তবে এই প্রথমবার মার্কিন রাষ্ট্রদূত বঙ্গভবনে এলেন। শুক্রবার সকালে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বঙ্গ ভবনে আসেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন মিডিয়া অ্যাডভাইসর রাজা ভট্টাচার্য। এদিকে রাষ্ট্রদূতের আসার খবর পেয়েই তড়িঘড়ি হ্যালি রোডের বঙ্গভবনে এসে পৌঁছন রাজ্য সরকারের রেসিডেন্ট কমিশনার দফতরের আধিকারিকরা। মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে তখন জোরকদমে চলছে কাজকর্ম। তবে মার্কিন রাষ্ট্রদূত বাংলার একাধিক পদ চেখে দেখতে চেয়েছিলেন বলে এদিন একাধিক বাঙালি পদও তাঁর জন্য বিশেষভাবে রান্না করা হয়।

কী কী ছিল মেনুতে?

প্রথমেই আমপান্না, ফিসফ্রাই
মধ্যাহ্নভোজনে কাঁচাকলা দিয়ে শুক্তো, মোচা ঘণ্ট, থোড়ের চাপর ঘণ্ট, কাতলা কালিয়া, ভেটকি পাতুরি, লুচি, কষা মাংস
শেষ পাতে ছিল আমের চাটনি, রসগোল্লা, সন্দেশ, কলার মালপোয়া, মিষ্টি দই

তবে জানা গিয়েছে, এদিন যাবতীয় পদ অত্যন্ত তৃপ্তিভরে খান তিনি। তাঁর জন্য রান্না করেছিলেন বাঙালি রাঁধুনি সমর মুখোপাধ্যায়। এদিন তাঁর হাতের রান্না খেয়ে আপ্লুত হয়ে পড়েন এরিক গারসেটি। পাশাপাশি বাংলার ফুটবল, সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙালি খাবারের প্রশংসা করেন তিনি। তবে এদিন বাংলার খাবার খেয়ে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রদূত বাংলায় বলেন, শীঘ্রই দেখা হবে কলকাতায়। পাশাপাশি তিনি আরও জানান, বাঙালি খাবার, সংস্কৃতি, ফুটবল আমাকে আকৃষ্ট করে। মাছের বিভিন্ন পদের মধ্যে পাতুরি খুব ভালো লেগেছে। কলা ভাজাও আমার খুব পছন্দের। তবে এত সুন্দরভাবে খাবার তৈরি করা হয়েছে, যা সত্যি অসাধারণ। রবীন্দ্র সঙ্গীতও খুব ভাল লাগে আমার। এছাড়াও তিনি ভবিষ্যতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...