Sunday, August 24, 2025

ফের বড়সড় প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)। এবার যোগী পুলিশের (Uttar Pradesh Police) বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিকের বাড়িতে খাটের উপর সাজানো রয়েছে থরে থরে ৫০০ টাকার নোটের বাণ্ডিল। আর সেই খাটে বসেই হাসিমুখে একের পর এক ছবি তুলছে বাড়ির ক্ষুদে সদস্যরা। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে যোগী সরকারের। একজন পুলিশ আধিকারিকের বাড়িতে কীভাবে এত টাকা এল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তবে ঘটনার কথা জানাজানি হতেই নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তড়িঘড়ি ওই পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেয় যোগী সরকার।

পুলিশকর্মীর নাম রমেশ চন্দ্র সাহানি (Ramesh Chandra Sahani)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খাটের উপর প্রচুর ৫০০ টাকার বান্ডিল থরে থরে সাজানো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কমপক্ষে ১৪ লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলিতে। আর পুলিশ আধিকারিক রমেশের স্ত্রী ও সন্তানরা ওই টাকার পাহাড়ের সঙ্গে বসে সেলফি তুলছেন। আর সেই ছবিই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। আর এই ছবি সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামে যোগী পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নাওয়ের স্টেশন ইন চার্জ থেকে তাঁকে পুলিশ লাইনে পোস্টিং দেওয়া হয়। তবে নিজেকে নির্দোষ বলেই দাবি রমেশের। তাঁর দাবি, ওই ছবি তোলা হয়েছিল ২০২১ সালে।

তবে এত বিপুল পরিমাণ টাকা কীভাবে এল ওই পুলিশ আধিকারিকের কাছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে রমেশ সাফ জানিয়েছেন, তাঁদের কিছু পারিবারিক সম্পত্তি বিক্রি করা হয়েছিল। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা আসে তাঁর হাতে। আর সেই টাকা নিয়েই ২০২১ সালের ১৪ নভেম্বর ছবি তোলেন তাঁর পরিবার। তবে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version