Wednesday, August 27, 2025

মুম্বাইয়ে(Mumbai) ফের চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ট্রেনের মধ্যে তরুণীকে একা পেয়ে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। বারবার মুম্বইয়ের লোকাল ট্রেনে(Local Train) এহেন ঘটনা ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন রাতে চারনি রোড স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে উঠেছিলেন তরুণী। ট্রেনটি ছাড়ার মুহূর্তেই এক যুবক ওঠেন ওই কামরায়। অভিযোগ, ট্রেনটি চারনি রোড ছাড়ার পর থেকেই তরুণীকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করতে থাকেন। শুধু তাই-ই নয়, তরুণী প্রতিবাদ করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন। গ্রান্ট রোড স্টেশন ঢুকতেই ওই যুবক নেমে পড়েন। ঘটনার প্রায় চার দিন পর ২৮ জুন রেলপুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশের দাবি, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালানো হয়। ওই দুই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ধারায় একটি এফআইআরও দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের শুরুতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে কলেজপড়ুয়া তরুণীকে একা পেয়ে নিগ্রহের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ জুন সকালে গিরগাঁওয়ের বাসিন্দা ওই তরুণী নভি মুম্বইয়ের বেলাপুরে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। তখনই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর পানভেলগামী ট্রেনে ছত্রপতি শিবাজি (সিএসটি) স্টেশন এবং মসজিদ স্টেশনের মাঝে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে নওয়াজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, স্টেশনে ৫ তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। পরে বছর চল্লিশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ফের চলন্ত ট্রেনে তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটল মুম্বাইয়ে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version