Wednesday, November 26, 2025

জমজমাট লড়াই পঞ্চায়েত নির্বাচনে! একই পরিবারে তৃণমূল-রাম-বাম-প্রার্থী

Date:

Share post:

এবার একই পরিবারে তিন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। তৃণমূল, সিপিএম, বিজেপি প্রার্থী একই বাড়ির একই পরিবারের সদস্য। আর এতেই রাজনীতিক উত্তাপ বেড়েছে আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুকা এলাকায়। এখানে তৃণমূল দলের প্রার্থী সুফল চানক, আর তার ছেলে প্রফুল্ল চানক ভোটে লড়ছেন বিজেপি দলের হয়ে, আর ভাই সুকুমার চানক লড়ছেন সিপিএম দলের হয়ে। কিন্তু রাজনৈতিক লড়াই থাকলেও তার প্রভাব পরেনি পরিবারের মধ্যে।

তৃণমূল প্রার্থী সুফল চানক উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল দলের কর্মী সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। আর ছেলে প্রফুল্ল চানক বিজেপি দলের হয়ে নিজের মত করে দলের হয়ে ভোট প্রচার সারছেন। ভাই সুকুমার চানক সেও রাজনৈতিক লড়াইতে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনিও সিপিএম দলের হয়ে প্রচার চালাচ্ছেন জোরকদমে। তবে প্রচার শেষে আবার একই বাড়িতে একসাথে থাকা খাওয়া সবই চলছে একসাথে। রাজনৈতিক লড়াই থাকলেও নেই কোনো পারিবারিক লড়াই।

এই বিষয়ে তৃণমূল প্রার্থী সুফল চানক বলেন তিনি সরকারের উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছেন ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। ভাই আর ছেলে আলাদা দলে দাড়িয়েছে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। রাজনৈতিক লড়াই হবে ঠিকই কিন্তু পরিবারে এর কোনো প্রভাব পড়বে না। অপরদিকে সুকুমার চানক বলেন তিনি দীর্ঘদিন ধরেই সিপিএম করেন দাদা আর ভাইপোর সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরিবারে এর কোনো প্রভাব নেই। তিনি সিপিএম দলের যে বিষয়গুলো ভোটে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন সেগুলো তুলে ধরেই মানুষকে সিপিএম দলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। আর বিজেপি প্রার্থী প্রফুল্ল চানক বলেন যার যে দল পছন্দ সে সেই দল করবে এটা স্বাভাবিক। কিন্তু পরিবারে বাবা ও কাকা আলাদা দলের হলেও তাদের সাথে কোনো ঝামেলা নেই। লড়াইটা রাজনৈতিক পারিবারিক নয়। তাই ভোটের প্রভাব পরিবারের মধ্যে পড়ে না। তিনি নিজের মত বিজেপি দলের হয়ে মানুষের কাচ্ছে যাচ্ছেন আর বিজেপি দলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন।

তবে একই পরিবার থেকে তিন দলের তিন প্রার্থী হওয়ায় জমে উঠেছে রাজনৈতিক লড়াই কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এখন দেখার ভোটের ফল বেরোনোর পর শেষ হাসি কে হাসে সেই দিকে তাকিয়ে আরামবাগ সালেপূর এলাকায় মানুষ।

আরও পড়ুন- বিজেপির সুরে সুর মিলিয়ে ফের কমিশনকে তো.প রাজ্যপালের

spot_img

Related articles

উত্তরপ্রদেশের লখিমপুরে দুর্ঘটনা, নদীতে গাড়ি পড়ে মৃত ৫

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নদীতে গাড়ি পড়ে পাঁচ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাত সাড়ে ১২ নাগাদ পাধুয়া...

গায়ের উপর বাস্কেটবল পোল ভেঙে কোর্টেই মৃত্যু খেলোয়াড়ের

ফের একবার প্রশ্নের মুখে খেলোয়াড়দের জীবন! খেলতে গিয়ে পেশাদার খেলোয়াড়রা অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। এবার হরিয়ানায় ১৬ বছরের...

সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের 

আজ সংবিধান দিবস (Constitution Day)। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান অনুমোদিত হয়েছিল। প্রণয়ন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর।...

মালদহে শুটআউট! কাজ থেকে ফেরার সময় পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন

রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক...