ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই

এই নিয়ে এদিন বোর্ড সভাপতি রজার বিনি বলেন,"ড্রিম ইলেভেন-কে শুভেচ্ছা। এক সময় বোর্ডের অফিসিয়াল স্পনসর ছিল এই সংস্থা।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম সংস্থা ড্রিম ইলেভেনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। একসময়েই এই সংস্থাই আইপিএল-এর স্পনসর ছিল। আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতের জার্সিতে দেখা যাবে ‘ড্রিম ইলেভেন’এর নাম।

এই নিয়ে এদিন বোর্ড সভাপতি রজার বিনি বলেন,”ড্রিম ইলেভেন-কে শুভেচ্ছা। এক সময় বোর্ডের অফিসিয়াল স্পনসর ছিল এই সংস্থা। এখন থেকে প্রধান স্পনসর তারা। বোর্ডের সঙ্গে এই সংস্থার সম্পর্ক আরও মজবুত হল। এই বছরের শেষে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সমর্থকদের সেরা স্বচ্ছন্দ উপহার দিতে চাই আমরা। আশা করি সেটা পারব।”

ড্রিম ইলেভেন সংস্থার সিইও হর্ষ জৈন বলেন,” ক্রিকেটের প্রতি ভালবাসা রয়েছে আমাদের। ভারতীয় দলের মূল স্পনসর হওয়া তাই আমাদের কাছে গর্বের। আশা করছি ভারতকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারব আমরা।”

আরও পড়ুন:ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া


 

Previous articleশনির ভোরে শুরু অমরনাথ যাত্রা, নজীরবিহীন নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Next articleনিয়োগ মামলায় সায়নী ঘোষকে আগামী বুধবার ফের তলব ইডির