Monday, August 25, 2025

ক্যালেন্ডারের তারিখ বলছে প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পথে। এখনও দগদগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Rail Accident)ক্ষত। লাশের স্তূপে শুধুই অচেনা মুখে চেনা প্রিয়জনকে খুঁজে পাওয়ার মরিয়া চেষ্টা। মৃতদের মধ্যে ৮১টি অশনাক্ত দেহ ভুবনেশ্বর এইমসে (Bhubaneswar AIMS) সংরক্ষণ করে রাখা হয়েছিল। শুক্রবার ডিএনএ পরীক্ষার (DNA Test)মাধ্যমে ২৯টি দেহ শনাক্ত করেছে কর্তৃপক্ষ। একটি দেহ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছিল। দুর্ঘটনার একমাসের মাথাতে প্রিয়জনের দেহ হাতে পেয়ে কান্নায় বিহ্বল পরিবারগুলোর পাশে সমবেদনার ভাষাও যেন কম পড়ছে। মৃতদেহ শনাক্তকরণের জটিলতা কাটাতে এইমস এবং রেলের তরফে ডিএনএ পরীক্ষার বন্দোবস্ত করা হয়। দিল্লির সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে ২০ দিন পর তার রিপোর্ট এসেছে।

যে ছ’জনের দেহ পরিবারের হাতে শুক্রবার তুলে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে দুজন বিহার এবং দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ছাড়া, ওড়িশা এবং ঝাড়খণ্ডের এক জন করে বাসিন্দাও আছেন তালিকায়। বাংলার সন্তান সমীর বাউরি থাকতেন আদ্রায়, পূর্ব মেদিনীপুরের মানস মাইতির দেহ শনাক্ত করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। তবে একটি দেহ নিয়ে ১৫টি পরিবারের মধ্যে সংশয় তৈরি হয়েছিল বলে জানা যায়। এখনও যে ৫২টি দেহ অশনাক্ত, সেগুলিকে এইমসে বিশেষ পদ্ধতিতে -১৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রেলওয়ে সেফ্‌টি কমিশন তদন্তের রিপোর্ট রেল বোর্ডে জমা দেওয়ার পর শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে কর্নাটকে বদলি করে দেওয়া হয়েছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version