রাজ্য জয়েন্টে প্রথমবার ‌’মক অ্যালটমেন্ট’!

চয়েস ফিলিং ও চয়েস লকিং করার মাঝে ছাত্রছাত্রীরা একটা মক–অ্যালটমেন্ট (mock allotment) দেখতে পারবেন।

জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য সুখবর শোনাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (State Joint Entrance Board)। চয়েস লকিং- এর আগেই পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন শিক্ষার্থীরা। মানে এক শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের বিষয় না পেলে অন্য জায়গায় চেষ্টা করার সুযোগ থাকছে। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস–এর পক্ষ থেকে আয়োজিত তিনদিনের ‘প্রি–কাউন্সেলিং ফেয়ার’ অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা (Malayendu Saha)জানান, চয়েস ফিলিং ও চয়েস লকিং করার মাঝে ছাত্রছাত্রীরা একটা মক–অ্যালটমেন্ট (mock allotment) দেখতে পারবেন। মানে সিট লিমিটেশনের ভিত্তিতে পড়ুয়াদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে তার একটা মহড়া মিলবে।

‌আগামী ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে। সিট ম্যাট্রিক্স পাওয়ার পাঁচ দিনের মধ্যেই বোর্ড কাউন্সেলিং শুরু করতে পারবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানান পড়ুয়ারা এক জায়গায় যদি পছন্দের সব না পান তাহলে তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করে চয়েস লক করতে পারবেন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এতে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমবে এবং পড়ুয়ারা পছন্দের প্রতিষ্ঠান এবং বিষয় পেলে আরও বেশি করে পড়াশোনার ক্ষেত্রে মনযোগী হবেন।