Monday, August 25, 2025

হত্যার ছক! ওবামার বাড়ির বাইরে বিপুল বিস্ফোরক সহ গ্রেফতার যুবক

Date:

Share post:

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে(Barak Obama) হত্যার ছক কষছে দুষ্কৃতীরা। তেমন সম্ভাবনাই এবার প্রকাশ্যে এলো। ওমাবার ওয়াশিংটনের(Wasington) বাসভবনের সামনে থেকে বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি-সহ গ্রেফতার(Arrest) করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টেলর টারান্টো(Telor Taranto)। ২০২১ সালে ক্যাপিটল হামলার অন্যতম অভিযুক্ত ছিল এই ব্যক্তি।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার ওবামার বাসভবনের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন সিক্রেট সার্ভিস-এর এজেন্টরা। টারান্টোর পিছু নিতেই তিনি ওবামার বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ধরে ফেলা হয় টারান্টোকে। এরপরই নিরাপত্তারক্ষীরা দেখেন ওবামার বাসভবনের কিছুটা দূরেই বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি দাঁড় করানো আছে। টারান্টোকে গ্রেফতারের পর ওবামার বাসভবনের আশপাশে তল্লাশি চালানোর সময়ই ওই গাড়িটি চোখে পড়ে সিক্রেট সার্ভিস-এর এজেন্টদের। টারান্টোকে জেরা করে তাঁরা জানতে পারেন ওই গাড়িটি তাঁরই। এর পরই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে স্তম্ভিত হয়ে যান সিক্রেট সার্ভিস-এর এজেন্টরা। তদন্তে জানা যায়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় বহু রাজনৈতিক নেতাকে হুমকি দিয়েছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রের খবর, মাসখানেক আগে ওয়াশিংটনে এসে থাকা শুরু করেন টারান্টো। ওয়াশিংটনের কারাগারের সামনে মাঝেমধ্যেই তাঁকে দেখা গিয়েছে। ঘটনাচক্রে ওই কারাগারেই বন্দি রয়েছেন ক্যাপিটল হামলার বেশ কিছু অভিযুক্ত। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি আবার ক্যাপিটলের মতো হামলার ছক কষা হয়েছিল? কেনই বা প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন টারান্টো? তা হলে কি ওবামাকেই নিশানা বানানোর পরিকল্পনা ছিল? সমস্ত দিক খতিয়ে দেখছে মার্কিন তদন্তকারী দল।

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...