Saturday, August 23, 2025

সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হতে চলেছে আগামী ২০ জুলাই, চলবে ১১ অগাস্ট পর্যন্ত। শনিবার বাদল অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই অধিবেশনেই বেশ কয়েকটি নতুন বিল কেন্দ্রের তরফে পেশ করা হয়ে পারে। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধন হলেও, বাদল অধিবেশনের প্রথম কয়েকটা দিন পুরনো ভবনে বসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পরে নতুন ভবনে অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে খবর। তবে এই অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি আইন, এমনটাই দাবি সূত্রের। তবে এমন সিদ্ধান্তে বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। বিরোধীদের অভিযোগ, এত টাকা খরচ করে তাহলে নতুন সংসদ ভবন উদ্বোধন করে লাভের লাভ কী হল? সবটাই কি সাধারণ মানুষকে বোকা বানানোর প্রয়াস?

সম্প্রতিই শোনা গিয়েছিল, আগামী ১৭ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। তবে তারিখ পিছিয়ে ২০ জুলাইও হতে পারে। ১০ অগস্ট অবধি অধিবেশন চলতে পারে। তবে এ দিন জানা যায়, অধিবেশন ২০ জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় কমিটির বৈঠকে অধিবেশনের দিন স্থির করা হয়।

কিন্তু আসন্ন বাদল অধিবেশনে সবথেকে বেশি চর্চা হতে পারে দিল্লি অধ্যাদেশ নিয়ে। দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা যাতে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকে, তার জন্য অধ্যাদেশ বা অর্ডিন্যান্স পেশ করবে কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশের বিরোধিতা করবে দিল্লির আম আদমি পার্টির সরকার। পাশাপাশি এই অধ্যাদেশের বিরোধিতা করে একাধিক বিরোধী দলও তাদের সমর্থন জানাতে পারে।

 

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version