Monday, November 10, 2025

মহারাষ্ট্রে ‘মহানাটক’! শরদের হাত ছেড়ে শিন্ডে-শিবিরে যোগ দিতেই উপ-মুখ্যমন্ত্রী পদের পুরস্কার অজিতের

Date:

মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) ‘মহানাটক’। শিবসেনার (Shivsena) পর এবার ভাঙন শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপিতেও (NCP)। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার দ্বিতীয়বারের জন্য উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসেবে শপথগ্রহণ করলেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। এদিন সকালে তিনি এনসিপি বিধায়কদের এক জরুরী বৈঠক ডাকেন। তারপরই অন্তত ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেন। রবিবার রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার। পাশাপাশি শিণ্ডে মন্ত্রীসভায় শপথ নেন আরও ৯ এনসিপি নেতা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের মতো এনসিপি নেতারা। তবে এদিন অজিত দলবদলের পরই উঠছে বিস্তর প্রশ্ন। আগামী বছরেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত অজিতের।

এদিন শপথগ্রহণের পর মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী মোদি ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি, তাহলে বিজেপির সঙ্গে জোটে অসুবিধা কোথায়? রাজ্যের উন্নয়নের স্বার্থে আমি এনডিএ-তে যোগ দিলাম। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা চলছিল বলে জানিয়েছেন তিনি।

 

তবে বেশ কিছুদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল। এনসিপি প্রেসিডেন্ট শরদ পওয়ারের পদত্যাগের পরেও অজিতের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আরও প্রকট হয়। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হুমকি দিয়েছিলেন, সত্যিই যদি অজিত পাওয়ার এনসিপি ভেঙে বিজেপিতে যোগদান করেন, তাহলে তিনি বিজেপির সঙ্গে থাকা জোট সরকার ভেঙে বেরিয়ে আসবেন। শেষপর্যন্ত তাই হল। রবিবাসরীয় দুপুরে এনসিপির সঙ্গ ত্যাগ করে  মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা অজিত পওয়ার।

.

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version