Wednesday, November 26, 2025

অ.শান্ত ফ্রান্স! মেয়রের বাড়িতে চলল তা.ণ্ডব, রেকর্ড বি.ক্ষোভকারীকে গ্রেফতার পুলিশের  

Date:

Share post:

আইন ভাঙার কারণে পুলিশের (Police) গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ফ্রান্স (France) জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে শুক্রবার রাতে ১ হাজার ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ফ্রান্সের রাজপথ। আর এবার প্যারিসের দক্ষিণে মেয়রের (Mayor) বাড়িতে গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দিলেন বিক্ষোভকারীরা।

লে-লে-রোসে শহরের মেয়র জানিয়েছেন, ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং এক সন্তান। এমন ঘটনার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শনিবার রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে ছিল। তখন গাড়ি চালিয়ে বাড়িতে সজোরে ধাক্কা দেয় বিক্ষোভকারীরা। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর এদিন মেয়র এই ঘটনাকে ‘কাপুরুষোচিত খুনের চেষ্টা’ বলে জানিয়েছেন। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যে রাজপথে ২ হাজার ৬৫০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিশেষ ইউনিট-সহ শুক্রবার রাতে প্রায় ৪৫ হাজার কর্মকর্তাকে মোতায়েন করেছে ফ্রান্স। তারপরেও ৩১টি থানায় হামলা হয়েছে বলেও জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে ফ্রান্সের এমন ভয়াবহ পরিস্থিতি কড়া হাতে সামলানো এমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) সরকারের সামনে বড়সড় চ্যালেঞ্জ। তবে বর্তমান পরিস্থিতি লক্ষ করে জার্মান সফরে যাওয়ার দিন পিছিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। জার্মান সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে মাকরঁ তাদের প্যারিসের পরিস্থিতির কথা জানিয়েছেন। সফরের দিন পিছিয়ে যাওয়ায় দুঃখপ্রকাশও করেছেন তিনি।

 

 

spot_img

Related articles

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...