Thursday, August 21, 2025

ধার শোধ করতে দেরি! সংস্থার কর্মীদের তা.ণ্ডবে ম.র্মান্তিক পরিণতি প্রবীণ দম্পতির

Date:

চড়া সুদে বেসরকারি এক সংস্থা থেকে টাকা ধার (Debt) নিয়েছিলেন প্রবীণ দম্পতি। তবে টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও সেই টাকা ওই কোম্পানিকে ফিরিয়ে দিতে পারছিলেন না তাঁরা। এরপরই চরম সমস্যার মুখে পড়তে হয় ওই দম্পতিকে। অভিযোগ, এরপরই টাকা না পেয়ে তাঁদের লাগাতার চাপ দিতে থাকেন ওই সংস্থার কর্মীরা। আর সেই অপমান সহ্য করতে না পেরেই রবিবার সকালে নিজেদের বাড়িতে আত্মঘাতী হন স্বামী-স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার (Odissa) পুরী (Puri) জেলার আনলাজোড়ি গ্রামে। তবে প্রবীণ ওই দম্পতির ছেলের অভিযোগ, সংস্থার কর্মীদের হেনস্থার জেরেই আত্মঘাতী হয়েছেন বাবা-মা।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে আত্মঘাতী হয়েছেন বনম্বর বেহেরা এবং তাঁর স্ত্রী বনিতা। মৃত দম্পতির ছেলে প্রশান্ত বেহেরা জানিয়েছেন, চড়া সুদে একটি বেসরকারি সংস্থা থেকে টাকা ধার করেছিলেন বাবা-মা। টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পরই ওই বেসরকারি সংস্থার কর্মীরা বাড়িতে এসে টাকা ফেরতের তাগাদা দিতে থাকেন। তবে শনিবার ওই সংস্থার কর্মীরা সব মাত্রা ছাড়িয়ে যান এবং প্রকাশ্যে প্রবীণ দম্পতিকে লাগাতার হেনস্থা করে এবং হুমকি দেয়। এরপরই রবিবার চরম পথ বেছে নেন দু’জনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দম্পতির বাড়িতে এসেছিলেন ওই আর্থিক সংস্থার কর্মীরা। অনেক রাত পর্যন্ত তাঁরা ওই প্রবীণ দম্পতির বাড়িতে ছিলেন। স্থানীয়দের আরও বক্তব্য, শুধু ওই প্রবীণ দম্পতিই নন, বিপাকে পড়ে একাধিক গ্রামের গরিব কৃষক পরিবার চড়া সুদে বেসরকারি সংস্থার থেকে ঋণ নেয়। অনেক সময়েই সুদের হার পৌঁছায় ২৬ শতাংশ অবধি। যা পরে শোধ করা কঠিন হয় পরিবারগুলির পক্ষে।

 

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version