Saturday, November 22, 2025

সিস্টার নিবেদিতাকে কুর্নিশ জানিয়ে উইম্বলডনে ব্রোঞ্জ মূর্তি স্থাপন! 

Date:

Share post:

১৮৯৫ সালের নভেম্বর মাসে লন্ডনের বুকেই প্রথম দেখা স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতার। এবার সেই শহরের দক্ষিণ-পশ্চিমে উইম্বলডনে বসল ভগিনী নিবেদিতার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি (Sister Nivedita statue)। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের পূর্ণাবয়ব মূর্তিটি সরগাছি রামকৃষ্ণ মিশনের(Ramakrishna mission) তুষার মহারাজের তত্ত্বাবধানে নির্মিত হয়।লন্ডনের সিস্টার নিবেদিতা সেলিব্রেশনস, বিধাননগরের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেনট, লন্ডনের বরো অফ মেরটনের উদ্যোগে এই মূর্তি উন্মোচন হল। বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরটনের মেয়র ও ব্রিটেনের রামকৃষ্ণ মিশনের আধিকারিক ও প্রতিনিধিরা।

ভগিনী নিবেদিতার ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করেন লন্ডন বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী সর্বস্থানন্দজি মহারাজ। উইম্বলডনের রিচার্ডস লজ গার্লস হাই স্কুলের সামনের রাস্তায় এক গুরুত্বপূর্ণ কোণায় মুক্তিটি রাখার সিদ্ধান্ত হয়েছে। মূর্তি নির্মাণ করেছেন শিল্পী নির্জন দে, বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র এবং ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের চঞ্চল দে সেটি দান করেছেন।১৮৬৭ সালে ২৮ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন নিবেদিতা। ১৮৯৫ সালে ওয়েস্ট এন্ডে বিবেকানন্দের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। এই দেশের মানুষদের জন্য ভারতে এসে কাজ করতে চেয়েছিলেন । মার্গারেট এলিজাবেথ নোবেল এই আগ্রহ প্রকাশ করার পর অবশ্য তাঁকে প্রথমে উৎসাহিত করেননি স্বামী বিবেকানন্দ। দুই দেশের বৈষম্যের কথা তুলে ধরে বাস্তবটা বোঝাতে চেয়েছিলেন স্বামীজি। কিন্তু যাবতীয় বৈষম্য মেনে এবং স্বাচ্ছন্দ্য ছেড়ে ভারতবাসীর জন্য কাজ করতে চেয়েছিলেন মার্গারেট। মোম্বাসা জাহাজে করে কলকাতায় এসে সারদা মায়ের সঙ্গে দেখা করেন তিনি এবং শ্রীরামকৃষ্ণ মতে দীক্ষা গ্রহণ করেন। ১৮৯৮ সালে তিনি কলকাতায় মহিলাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

জুলাইয়ের প্রথম দিনে মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমেরিকান ইতিহাসবিদ। রুথ হ্যারিস তাঁর বক্তব্যের মাধ্যমে নিবেদিতার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের রামকৃষ্ণ বেদান্ত সেন্টারের মিনিস্টার ইনচার্জ স্বামী সর্বস্থানন্দ মহারাজ। শিল্পী উমা বসু, চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।

 

spot_img

Related articles

ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

দেশের বায়ু সেনার শক্তি বিদেশের মাটিতে তথা বিশ্বের বুকে তুলে ধরতে দুবাই এয়ার শো-তে পাঠানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর...

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...