Sunday, November 2, 2025

রবির সকালে রবিমামার তেজ থেকে শীঘ্রই মিলবে মুক্তি! বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ

Date:

সকাল থেকেই চড়া রোদ।তার সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি। রবির সকাল থেকেই রবিমামার তেজে ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। এই আবহে বৃষ্টির খবর দিল আলিপুর। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। যার জেরে পার্বত্য এলাকায় ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। যদিও তাপমাত্রার হেরফের খুব একটা হবে না।

আরও পড়ুন:বিতর্কের মাঝেই গীতালদহে জখ*ম তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

আজ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আংশিক মেঘলা থাকবে আকাশ।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায়। সোমবার থেকে উত্তরবঙ্গের লোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশকিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version