সোমেই বছরের প্রথম সুপার মুন! ‘বাক মুন’ নিয়ে বাড়ছে উন্মাদনা

তবে আপাতদৃষ্টিতে বড় মনে হলেও এই চাঁদ বছরের চারটি সুপারমুনের মধ্যে সবচেয়ে ছোট, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন মহাকাশপ্রেমীরা। সোমবার গুরুপূর্ণিমা (Gurupurnima)। আর সেদিনই আকাশের দিকে তাকিয়ে থাকতে চলেছেন সবাই। এই দিন চাঁদ পৃথিবীর খুব কাছে না এলেও আকাশের নিচের দিকে অবস্থান করে। জুলাই মাসের এই সুপারমুনকে ডাকা হয় বাক মুন (Buck Moon)নামে।

এই চাঁদকে অনেকে ‘রাসবেরি মুন’, ‘থান্ডার মুন’ এমনকি ‘হে মুন’ বলেও অভিহিত করেছে। এই দিন চাঁদ পৃথিবী থেকে মাত্র à§© লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে থাকবে। স্বাভাবিক ভাবেই চাঁদকে অনেকটা বড় দেখতে লাগবে। পূর্ণিমার এই সময়কালে পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম ‘বাক’-এর কারণেই এই নামে ডাকা হয় জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে। তবে আজ রবিবারেও উজ্জ্বল দেখাবে চাঁদকে। আকাশে মেঘ না থাকলে স্পষ্টতই তা দৃশ্যমান হবে। কাল পূর্ণিমা হলেও মঙ্গলেও জ্বলজ্বল করবে চাঁদমামা। তবে আপাতদৃষ্টিতে বড় মনে হলেও এই চাঁদ বছরের চারটি সুপারমুনের মধ্যে সবচেয়ে ছোট, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এরপর আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে ফের সুপারমুনের দেখা মিলবে।