প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। ফাটলের পর এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল উত্তরাখণ্ডের যোশিমঠে। এলাকার একটি মাঠে এই গভীর গর্তটা দেখা গিয়েছে। যা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ।
অতিবৃষ্টির ফলেই এমন গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, চার ধাম ভ্রমণের সময়ে অসংখ্য পূণ্যার্থী আশ্রয় নেন যোশিমঠের একাধিক চটিতে। এই গর্ত বাড়তে থাকলে যেকোনও সময়ে ধস নামার সম্ভাবনা ছিল।স্বভাবতই আহত হতে পারতেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন:প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বো.মা, গুরুতর আ.হত ৩, কাঠগড়ায় কংগ্রেস
রবিবার গভীর গর্তটি প্রথম লক্ষ করেন স্থানীয় বাসিন্দা বিনোদ সাকলানি। যোশিমঠের সুনীল ওয়ার্ডের বাসিন্দা এই ব্যক্তির কথায়, “আমি আমার বাড়ির কাছেই একটি ছোট মাঠে ৬ ফুট গভীর গর্ত লক্ষ করি। বর্ষার ভারী বৃষ্টিতেই মাটি বসে গিয়ে এই গর্ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে।” এই প্রসঙ্গে নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “বর্ষার মরসুমে আমাদের শহরের আরও ক্ষতি হবে।” আপাতত পাথর এবং মাটি দিয়ে ওই গর্ত বুজিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান চাইছেন তাঁরা।

প্রসঙ্গত, যোশিমঠের একাধিক বাড়িতেও ফাটল দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি ‘যোশিমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি’ নামে একটি দল তৈরি করেছেন যোশিমঠের স্থানীয় বাসিন্দারা। সেই দলের প্রতিনিধি হিসেবে কয়েকজন অভিযোগ জানান চামোলির জেলাশাসকের কাছে। জানা গেছে গোটা যোশিমঠে প্রায় ১১টি বড় ফাটল দেখা গিয়েছে।
